মালদা

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, গাজোলে ঝাড়খণ্ড দিসম পার্টির কর্মী সভা

লিঙ্গায়ত ধর্মের সাথে "সারনা" ধর্মের স্বীকৃতির দাবী সহ ১০ দফার দাবীতে ঝাড়খণ্ড দিসম পার্টির কর্মী সভা হয়ে গেল শনিবার। এদিন গাজোলের একটি বেসরকারি লজে এই সভার আয়োজন করা হয়। এদিনের সভায় সংগঠনের প্রায় শতাধিক কর্মী অংশ গ্রহণ করে। এদিনের সভায় তৃণমূলের রাজনৈতিক সন্ত্রাস, ছাপ্পা ভোট সহ নানান বিষয় তুলে ধরে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। 

এবিষয়ে ঝাড়খণ্ড দিসম পার্টির জেলা সেক্রেটারি মোহন হাসদা জানান, আগামী ২১ শে মে এ.এস.এ আর ঝাড়খণ্ড দিসম পার্টির পক্ষ থেকে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও আসামের আদিবাসী বহুল এলাকায় বনধ ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে এদিন তারা কর্মী সভা করেন। তাদের দাবী, আদিবাসীদের প্রাকৃতিক পূজাকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া এবং অন্যান্য মান্যতা পাপ্ত ভাষার মতো পঠন-পাঠন শুরু করা সহ ১০ দফার দাবী তারা রেখেছেন। সেই সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মা মাটি মানুষের সরকার যে কত উন্নয়ন করেছে তা সকলেই দেখেছে। এই সরকার যদি উন্নয়ন করে থাকত তবে এভাবে ছাপ্পা ভোট রাজ্যে হতো না বলে তিনি দাবি করেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/YoRdSd2UjQg